উপজেলা শিক্ষা অফিস মান্দা নওগাঁ, যাহা উপজেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ অফিস । প্রাথমিক শিক্ষার সার্বিক তত্বাবধানে এ অফিসটি নিয়োজিত । উপজেলার 180টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা সেবা প্রদান করা হয়। এখানে একটি শিক্ষা অফিসারের পদ এবং আটটি সহকারী উপজেলা শিক্ষা অফিসারের পদ সহ 01 জন উচ্চমান সহকারী, 02 জন অফিস সহকারী, 01 জন হিসাব সহকারী ও 01 জন অফিস সহায়কের পদ আছে । কর্মচারীর 04টি পদের মধ্যে 03টি-ই শুন্য আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস